AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের আমরণ অনশন


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
০৪:৪৮ পিএম, ১১ আগস্ট, ২০২৫

কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের আমরণ অনশন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা আমরণ ও প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১:৩০ থেকে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সিপিএস বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু আমরণ অনশন শুরু করেন। পাশাপাশি আরও কয়েকজন শিক্ষার্থী প্রতীকী অনশন পালন করছেন।

শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির অন্যতম হলো দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে কার্যকর কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা। সেই লক্ষ্যেই তারা ২১ জুলাই ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রিজেন্ট বোর্ড থেকে কোন সিদ্ধান্ত আসেনি।

পরবর্তীতে ২ আগস্ট প্রশাসনের সঙ্গে পুনরায় বৈঠক করে ১০ আগস্টের মধ্যে রিজেন্ট বোর্ডে প্রস্তাবটি পাশ করানোর আহ্বান জানানো হয়। তবে সেই সময়ও পেরিয়ে গেছে, দাবি বাস্তবায়িত হয়নি।

দাবি পূরণের জন্য বদ্ধপরিকর শিক্ষার্থীরা জানান, দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাদের অহিংস আন্দোলন এবং আমরণ অনশন অব্যাহত থাকবে।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ভাত নয়, আইন খাবো’, ‘তালা ভাঙছি, মাকসু আনবো’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে প্রশাসনিক ভবন প্রাঙ্গণ মুখর করে তুলেছেন।

অনশনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, “এ বিষয়টি আমি অবহিত হয়েছি। শিক্ষার্থীদের একটি আবেদন নিয়ে প্রশাসন আলোচনা করেছে এবং একটি মিটিংও করেছে। শিক্ষার্থীদের আবেদনটি বিশ্ববিদ্যালয়ের আইন (এক্ট) অনুসারে কী করা যেতে পারে বা না পারে, সেটি নির্ধারণের প্রক্রিয়া চলছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!