AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক অধ্যাপক ড. সুজাহাঙ্গীর



পবিপ্রবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক অধ্যাপক ড. সুজাহাঙ্গীর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন এবং একই অনুষদের ইকোনমিকস এন্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকার।

সোমবার (৪ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এই অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকারকে তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সংবিধিবদ্ধ পদ ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকার বলেন, “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করাটা আমার জন্য এক সম্মান ও দায়িত্বপূর্ণ চ্যালেঞ্জ।

শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা, আবাসন সংকট, মানসিক স্বাস্থ্য, চিকিৎসা সহায়তা, ক্যারিয়ার কাউন্সিলিং সহ সকল কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, উন্মুক্ত আলোচনা ও সমস্যার বাস্তবভিত্তিক সমাধানের মাধ্যমে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই।"

তিনি আরও বলেন, "এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মৌলিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তার সমাধান এবং সকল প্রকার বৈষম্য ও নিপীড়নমূলক কর্মকান্ডের অবসান ঘটানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে আমার প্রধান কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় নীতিনির্ধারণী পর্যায়েও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর জন্যও আমি কাজ করবো। আমার প্রত্যাশা, আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।"

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!