আসন্ন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সংবাদপত্র অফিসগুলোতে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (৪ আগস্ট) সংগঠনটির সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নোয়াবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ আগস্ট সকল সদস্য সংবাদপত্র কার্যালয়সমূহে ছুটি পালন করবেন। তবে প্রয়োজন অনুযায়ী বিশেষ ব্যবস্থায় সংবাদপত্র প্রকাশের সুযোগ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।
একুশে সংবাদ/জা.নি/এ.জে