পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এ সময় তারা বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়, যাতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অন্যদিকে, গত বৃহস্পতিবার বাহার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘বিপথগামী’ বলে আখ্যা দেওয়া হয়। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা বাহাকে বয়কটের ঘোষণা দেন এবং “অধিকারের সংগ্রামে, বাহা তুমি কই ছিলে”—এই স্লোগানসহ নানা প্রতিবাদী বক্তব্য ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের অনাস্থা প্রকাশ করেন।
লেভেল ৪, সেমিস্টার ১ এর শিক্ষার্থী তরী রহমান বলেন, “বাহা বলেছে গুটিকয়েক শিক্ষার্থী আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছে। কিন্তু বাস্তবে আমরা সবাই—অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একসাথে আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। বাহার এই মিথ্যা অভিযোগ আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করছি।”
একই বর্ষের শিক্ষার্থী আমাদ তুর্য বলেন, “বাহা অতীতে এবং সাম্প্রতিক সময়ে আমাদের অভিভাবক হিসেবে কোনো দায়িত্ব পালন করতে পারেনি। বরং তারা আমাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”
আরও একজন শিক্ষার্থী, ইফরাত জাহান ইমু বলেন, “আমাদের ডিসিপ্লিনে নিয়োগে এত বৈষম্য থাকলেও বাহা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরা এখন বাহার প্রতি আর কোনো আস্থা রাখতে পারছি না। লাল কার্ড দেখিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।”
উল্লেখ্য, গত ২৯ জুলাই থেকে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন। আন্দোলনের মূল দাবি ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীরা শিগগিরই বিস্তারিত জানাবেন বলে জানান।
একুশে সংবাদ/এ.জে