জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের আয়োজনে ‘জুলাই বিপ্লব ২০২৪’ স্মরণে “বৈষম্যহীন বাংলাদেশের সুযোগ, সমস্যা ও উত্তরণ” শীর্ষক এক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ৪০৪ নম্বর কক্ষে উৎসবমুখর পরিবেশে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন এবং সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরিফিকেশন।
বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামালউদ্দিন খান, সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবি এবং সহকারী অধ্যাপক রুবাইয়া জাবীন প্রিয়তা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক আফরিন হুদা।
বিতর্কে সরকারি দলে অংশ নেন ১৯তম আবর্তনের শিক্ষার্থী দূর্বা, পারিহান, সানজিদ ও আয়াত। বিরোধী দলে ছিলেন ২০তম আবর্তনের শিক্ষার্থী সৌরভ, তাওহিদ ও জাবেদ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি অধ্যাপক মো. আলপ্তগীন বলেন, “এই বিতর্কের যুক্তিগুলোই আমাদের জন্য দর্পণ হয়ে উঠবে।” অনুষ্ঠানের সভাপতি ক্যাথরিন পিউরিফিকেশন বলেন, “আমাদের শিক্ষার্থীরা চাইলে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আরও আয়োজন করা হবে।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে