AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ইবি শিক্ষার্থীর মৃত্যু

তিন দফা দাবিতে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি



তিন দফা দাবিতে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র মৃত্যুর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ফের আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে প্রশাসন ভবন চত্বরে তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

তাদের দাবিগুলো হলো সাজিদের পরিবারকে ক্ষতিপূরণ, দ্রুত সময়ে সুষ্ঠু তদন্ত সমাপ্ত ও দায়িত্ব অবহেলায় প্রশাসনের ক্ষমা চেয়ে স্পষ্ট বিবৃতি দিতে হবে। পরে বেলা সাড়ে ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে। তার হত্যার রহস্য দ্রুত উদঘাটনে প্রশাসনকে বারবার বলা হলেও তারা আমাদের কথা শুনছে না। তখন বাধ্য হয়ে আন্দোলন করলে সেটাকে আবার মব বলে আমাদের আন্দোলনকে দমিয়ে দিতে চায়। অথচ আমরা মব করতে আসেনি। আমরা চাই, প্রশাসন তাদের অপারগতা স্বীকার করুক। এছাড়া তারা আমাদেরকে স্পষ্ট করুক, সাজিদের মৃত্যুর তদন্তের অগ্রগতি কতটুকু।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, তদন্তের কাজ চলমান রয়েছে। আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে  

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!