ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামের Anthropology বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ।
পুলিশ সূত্র জানায়, ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্মচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্টাফরা জানিয়েছেন, তারা ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জগন্নাথ হলের এক কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরের দিকে এক দারোয়ান ফোনে তাকে খবর দেন—জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তিনি অন্য কর্মচারীদের সঙ্গে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন, তবে শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা যায়নি।
তিনি আরও জানান, পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ওই শিক্ষার্থী ভবন থেকে নিচে পড়ে যান। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
জানা গেছে, সঞ্জয় বাড়াইক হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
একুশে সংবাদ/স.ট/এ.জে