ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর ইংরেজি বিভাগের অফিস সহায়ক বেলায়েত হোসেন সাবুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি।
শুক্রবার (৩০ মে) ডিআইইউ-এর স্থায়ী ক্যাম্পাসের পুরাতন ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ সাবুর হাতে এই সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদ, সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, কোষাধ্যক্ষ আল শাহরিয়ার সুইটসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ড. সাজ্জাদ হোসেন এ সময় বলেন, “সাংবাদিক সমিতির এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে। তোমাদের কলম চলুক দেশ, মাটি ও মানুষের জন্য।”
সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বলেন, “সাবু মামা আমাদের প্রিয় একজন মানুষ। আমরা তার কঠিন সময়ে পাশে থাকতে পেরে গর্বিত। ভবিষ্যতেও আমরা তার পাশে থাকবো।”
সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুছা মল্লিক বলেন, “এই সহায়তার পেছনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা অনস্বীকার্য। আমরা আশা করি সাবু মামা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
উল্লেখ্য, বেলায়েত হোসেন সাবু সম্প্রতি জটিল হৃদরোগে আক্রান্ত হন এবং উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন হয়। এই প্রেক্ষিতে ডিআইইউ সাংবাদিক সমিতির পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
একুশে সংবাদ / এ.জে