AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে ওয়াই-ফাই বিভ্রাটে শিক্ষার্থীদের চরম ভোগান্তি



কুবিতে ওয়াই-ফাই বিভ্রাটে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘদিন ধরে চলমান ওয়াই-ফাই সমস্যায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও দৃশ্যমান কোনো সমাধান পাওয়া যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার প্রকোপ আরও বাড়ছে, যা শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং বিডিরেন-এর তত্ত্বাবধানে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে কুবির বিভিন্ন ভবন, শিক্ষক ডরমিটরি, আবাসিক হল ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইন্টারনেট সেবা চালু হয়। তবে শুরু থেকেই সংযোগে নানা রকম জটিলতা দেখা দেয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধিকাংশ সময় ইন্টারনেট সংযোগ একেবারেই পাওয়া যায় না। বিদ্যুৎ সংযোগ ফিরে আসার পর দীর্ঘ সময় অপেক্ষা করেও ওয়াই-ফাই পাওয়া যায় না। রাউটারের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল, ফলে সংযোগে বারবার বিঘ্ন ঘটে।

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী রেজাউল করিম সিয়াম বলেন, “২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সমস্যাটি দিন দিন প্রকট হয়ে উঠছে। অনলাইনে ক্লাস, ভাইভা বা জরুরি কাজ করা যাচ্ছে না। আইটি সেলকে জানানো হলেও তারা কেবল আশ্বাস দিয়েই সময়ক্ষেপণ করছে।”

কাজী নজরুল হলের শিক্ষার্থী ইয়াসির আরাফাত জানান, “ওয়াই-ফাই সংযোগ করিডোরে কখনো-কখনো পাওয়া গেলেও রুমে একেবারেই পাওয়া যায় না। শুধু হলে নয়, পুরো ক্যাম্পাসজুড়েই একই অবস্থা।”

ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থী সাবরিনা আতিকা জিদনী বলেন, “ওয়াই-ফাই মাঝে মাঝে কাজ করে, কিন্তু অনেক স্লো। রাতে একেবারেই সংযোগ থাকে না।”

সুনীতি-শান্তি হলের শিক্ষার্থী ফাহমিদা সুলতানা রাইসা বলেন, “কারেন্ট যাওয়ার পর ওয়াই-ফাই ফেরত আসতেও কয়েক ঘণ্টা সময় লাগে। এখন অনেকের সেমিস্টার চলছে, ওয়াই-ফাই ছাড়া প্রিপারেশন বা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করাও সম্ভব হচ্ছে না।”

এ বিষয়ে আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম জানান, “গত ১৫ মে বজ্রপাতের কারণে সংযোগ সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে দ্রুত সমাধানের কাজ শুরু করেছি, আশা করছি দ্রুত ঠিক হয়ে যাবে।”

আইসিটি সেলের সিনিয়র প্রোগ্রামার ও দপ্তর প্রধান মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “বজ্রপাতের কারণে অনেক রাউটার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারের কাজ চলছে।”

শিক্ষার্থীরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

একুশে সংবাদ/ কুবি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!