গুচ্ছ `এ` ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) কেন্দ্রে নির্ধারিত সময়ের পরে আসায় কেন্দ্র প্রবেশ করতে দেওয়া হয়নি দুই শিক্ষার্থীকে।
শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর ১৮ মিনিট পর কেন্দ্রে পৌঁছানোয় দুই শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী জানান, নির্ধারিত সময়ের কিছু আগে তারা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালেও যানজটে সমস্যা হওয়ায় তারা কিছুটা দেরিতে পরীক্ষাকক্ষে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ কমিটির নিয়ম অনুযায়ী পরীক্ষার নির্ধারিত সময় অতিক্রান্ত হলে পরীক্ষার্থীদের আর প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে কেন্দ্রের গেটে পৌঁছেও তারা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
রংপুর থেকে আসা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, "আমরা অনেক কষ্ট করে সন্তানকে পড়িয়েছি, কোচিং করিয়েছি। আজ মাত্র কয়েক মিনিটের জন্য তার স্বপ্ন ভেঙে গেল। বিষয়টি খুবই কষ্টদায়ক।"
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম আব্দুল-আওয়াল বলেন, ` গুচ্ছ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল পরীক্ষার্থীকে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতেই নির্ধারিত সময় পার হওয়ার পর কাউকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। গত `বি` ইউনিটের ভর্তি পরীক্ষায় আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনজন শিক্ষার্থী দেরি করে এসেছিল। তাদের মধ্যে একজন ৪০ মিনিট দেরি করে এসেও পরীক্ষা দিতে পেরেছিল। কিন্তু গতকাল আমাদের গুচ্ছ কমিটি সিদ্ধান্ত নিয়েছে কোন শিক্ষার্থী দেরিতে আসলে তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। যার ফলশ্রুতিতে আজকে দুই শিক্ষার্থী দেরি করে আসায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
একুশে সংবাদ/পাবিপ্রবি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :