AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবির সেন্টার ফর ট্রেইনিং এন্ড স্কিল ডেভেলপমেন্টের নতুন পরিচালক ড. হোসাইন আল মামুন



যবিপ্রবির সেন্টার ফর ট্রেইনিং এন্ড স্কিল ডেভেলপমেন্টের নতুন পরিচালক ড. হোসাইন আল মামুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের Center for Training and Skill Development (CTSD)-এর পরিচালকের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. হোসাইন আল মামুন।

গত ৪ মে (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২৮ এপ্রিল (বুধবার)  অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৫তম সভার সিদ্ধান্ত-১০৫/০৩ অনুযায়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের Soft Skill উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের Center for Training and Skill Development (CTSD) এর পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. হোসাইন আল মামুন দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. হোসেন আল মামুন বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক এবং উক্ত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 

 


একুশে সংবাদ/যবিপ্রবি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!