AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৭ এএম, ৩ মে, ২০২৫

জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৩ মে) থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং তা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই সময়কে বিশেষ গুরুত্ব দিয়ে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ৩০ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

 


একুশে সংবাদ/চ.ট/এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!