খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট।
বুধবার বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই দাবিতে তার সঙ্গে সেখানে আরও কয়েকজন শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। বিকেল ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলমান রয়েছে।
এস এম সুইট বলেন, ‘কুয়েট শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার শাস্তি নিশ্চিত না করে প্রশাসন উল্টো ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে কুয়েট উপাচার্য তার পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছে। কুয়েটের অনশনকারী সহযোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছি। কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবো।’
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :