নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহার ও কমিশন পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টায় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক নারী শিক্ষার্থী অনুষদ ভবনের সামনে মানববন্ধন করেন। এসময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার।
মানববন্ধনে কমিশনের সুপরিশকে প্রত্যাখ্যান করে বক্তারা বলেন, কতিপয় সুপারিশ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি সকল ধর্মের মূল্যবোধকে অপমান করেছে। এসব সুপারিশ নারী সমাজের জন্যও চরম অবমাননাকর। বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করেছে। তারা বিতর্কিত সংস্কার প্রস্তাবনা বাতিলের দাবি জানান। এছাড়া দ্রুত সময়ের মধ্যে বর্তমান কমিশন ভেঙ্গে অংশগ্রহণমূলক নতুন কমিশন গঠনের জন্য সরকারকে আহ্বান জানান। এর মাধ্যমে সকল ধর্মের নারীরা ন্যায্য অধিকার পাবেন বলে মনে করেন তারা।
এরআগে মঙ্গলবার নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে গোল টেবিল বৈঠক কওে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিচ অ্যান্ড রিসার্চ (সিপিআর)। বেলা সাড়ে ১১টায় আইন অনুষদের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে কমিশনের প্রতিবেদন কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিল, সংস্কার কমিশনের সংস্কারসহ নতুন কমিটি গঠন করে সরকারের নিকট নতুন সুপারিশ করার জোর দাবি জানান সংগঠনটি।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :