AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজস্ব পদ্ধতিতে ভর্তির দাবিতে ইবিতে মানববন্ধন


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৮:১৫ পিএম, ৯ ডিসেম্বর, ২০২৪
নিজস্ব পদ্ধতিতে ভর্তির দাবিতে ইবিতে মানববন্ধন

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। সোমবার বেলা সাড়ে ১২টায় প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি ওবাইদুর রহমান আনাস, সাদিয়া মাহমুদ মীম, উদয় দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন ও দপ্তর সম্পাদক মনির হোসেন।

মানববন্ধনে সংগঠনটির শাখা সভাপতি মাহমুদুল হাসান বলেন, গুচ্ছ পদ্ধতি পরীক্ষামূলক ভাবে চালু করা হলেও এই পদ্ধতি শিক্ষার্থীদের আশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারছে না। ইবির কিছু বিভাগ আলাদা মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিলেও অন্য বিভাগগুলো এই মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করুক। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে যদি দৃশ্যমান কোন পদক্ষেপ না নিলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

স্মারকলিপি দেওয়া শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, গুচ্ছ সম্মলিত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় সিদ্ধান্ত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যারা অংশগ্রহন করেছে সবাই গুচ্ছে থাকতে সম্মত হয়েছে। তবে আমরা ছাত্র ইউনিয়নের দাবিকে সম্মান করছি। এই দাবি আমি কেন্দ্রে পাঠাবো। শিক্ষার্থীদের দাবি তাদের সামনে তুলে ধরবো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!