AB Bank
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববির এমসিজে অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-রবিউল


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৯:১৩ পিএম, ১০ নভেম্বর, ২০২৪
ববির এমসিজে অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-রবিউল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রকল্যাণ সমিতির দ্বিতীয় কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর মাস্টার্সের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো.রবিউল ইসলাম।

রবিবার (১০ নভেম্বর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণীকক্ষে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিভাগের শিক্ষার্থীরা ভোটপ্রদান করে নতুন কমিটি গঠন করে৷

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সাধারণ সম্পাদক মোশাহিদ আনসারী, কোষাধ্যক্ষ মেহরাব হোসেন, প্রচার সম্পাদক নাজমুল ঢালী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, ক্রীড়া   বিষয়ক   সম্পাদক রিপন মন্ডল, সদস্য  রবিউল শিকদার ও শুভব্রত মন্ডল।

এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো.ইমরান হোসেন। ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিভাগটির চেয়ারম্যান। ঘোষণাকালে দিকনির্দেশনা ও সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন বিভাগের শিক্ষকমণ্ডলী।

নবনির্বাচিত ভিপি মো. মেহেদী হাসান বলেন- আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে তারা তাদের প্রতিভা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে। বিভাগের সকল সমস্যার সমাধানে কাজ করা জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!