‘এসো স্মৃতির অঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে’ স্লোগানকে বুকে ধারণ করে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের এসএসসি সহপাঠীরা শুক্রবার ১৭ নভেম্বর আয়োজন করে পুনর্মিলনীর
এদিন মীরগঞ্জ রেশম বীজাগারে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০০১ ব্যাচের অধিকাংশ সহপাঠীরা সকাল থেকে উপস্থিত হয়ে বিভিন্ন রকম আনন্দ ও উল্লাসের মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত করেন।
অনেকদিন পর পুরনো সহপাঠীদের একত্রে পেয়ে তারা ফিরে যান পুরনো স্মৃতিতে। প্রতিবছর অনন্ত একবার মিলিত হওয়ার প্রত্যায় ব্যাক্ত করে ও সবাই সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান শেষ হয়।

২০০১ ব্যাচের পুনর্মিলনী আয়োজনে অক্লান্ত পরিশ্রম করার জন্য সাহাবুল, তিতাস, রাকিব ও উর্মিকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :