জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ২০ তম আবর্তনের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস ঈদুল আজহার (২২ জুন) পর শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
আজ শনিবার (১৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এবিষয়ে জবি উপাচার্য জানান, প্রথম বর্ষের ভর্তি প্রায় সম্পন্ন। ৯৫ শতাংশ শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি সম্পন্ন করেছে। তৃতীয় মেরিট লিস্ট শেষে চতুর্থ মেরিটেই আসন পূর্ণ হয়ে যাবে বলে আশা করছেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

