AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবরোধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৮ পিএম, ১৮ মে, ২০২৫

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ মে) বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-সহ ঢাবি, মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে কালো পতাকা মিছিল করে সংগঠনটি। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলা এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস মিছিল শেষে বলেন—“জুলাইয়ে গণআন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া সাম্য আজ আমাদের মাঝে নেই। তার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত প্রশাসন এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না।”

তিনি দাবি করেন—প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, উপাচার্যকে হত্যার রাতে দায়িত্বহীন আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে ।

গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাতেই মৃত্যু হয় তার।

পরদিন সকালে তার বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় মামলা করেন, যেখানে ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এখনও গ্রেপ্তার হয়নি কেউ।

সাম্য ছিলেন ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

হত্যার তদন্তে গড়িমসি ও প্রশাসনের নিস্ক্রিয়তায় ক্ষুব্ধ ছাত্রদল এবং ঢাবির শিক্ষার্থীরা। এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবির মাধ্যমে তদন্ত পরিচালনার আশ্বাস দিলেও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ কাটেনি। আন্দোলন অব্যাহত রয়েছে, এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল নেতারা।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!