ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের পুনঃভর্তি (এমসিকিউ) পরীক্ষা শনিবার (১৭ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এ পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে দুটি অঞ্চলে ১০টি কক্ষে মোট ৬০২ জন পরীক্ষার্থীর জন্য আসন ব্যবস্থা করা হয়। এর মধ্যে ৪৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৭৩.০৮ শতাংশ।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। এছাড়াও প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পরীক্ষার সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন এবং ইউনিট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম।
একুশে সংবাদ/এ.জে