AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে এবার: পরিকল্পনা উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৭ পিএম, ১৮ মে, ২০২৫

বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে এবার: পরিকল্পনা উপদেষ্টা

২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে “শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট” হিসেবে আখ্যা দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বাজেটের আকার ছোট হলেও এটি হবে বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। রোববার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, এবারের বাজেট ব্যবস্থাপনায় মূল লক্ষ্য হলো রাজস্ব আয় বৃদ্ধি, টেকসই ব্যয়ের কাঠামো গঠন এবং জিডিপি ঘাটতি ৪ শতাংশের নিচে রাখা। তিনি সাফ জানিয়ে দেন, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নের চিন্তা সরকার করছে না, কারণ এর দীর্ঘমেয়াদি প্রভাব মূল্যস্ফীতিতে পড়ে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণ হলেও কার্যকর সেবা নিশ্চিত করতে হবে; ডাক্তার নেই, শিক্ষক সংকট রয়েছে, সেগুলোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি চলমান বেশ কিছু ব্যর্থ উন্নয়ন প্রকল্প নিয়েও খোলামেলা সমালোচনা করেন। কর্ণফুলী টানেল নিয়ে বলেন, “টানেল পার হয়েই ধু ধু মরুভূমি, এটা প্রকল্প না, শুধু রিসোর্টে যাওয়ার রাস্তা।” বিআরটি প্রকল্পের কথাও তুলে ধরে বলেন, ৩ হাজার কোটি টাকা খরচের পর মাত্র ৫৮ শতাংশ কাজ শেষ হলেও, বাকি ৪২ শতাংশ শেষ করতে আরও ৩ হাজার কোটি টাকা প্রয়োজন হচ্ছে, বাসও এখনো কেনা হয়নি।

বিদেশি ঋণ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে এমন প্রকল্প গ্রহণ করা হবে না। তবে মাতারবাড়ি কয়লাভিত্তিক প্রকল্পের ক্ষেত্রে জাপানের স্বল্পসুদে ঋণ গ্রহণকে তিনি যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন। সব মিলিয়ে এবারের বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর মাধ্যমে একটি কার্যকর ও টেকসই বাজেট বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!