ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) পি-১১৮ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বিভাগটির আয়োজনে বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক মো. আজমির হোসেনসহ বিভাগের অন্য শিক্ষকবৃন্দ।
ওরিয়েন্টেশনে নবীন শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যাম্পাস জীবন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। পরে কেক কেটে শিক্ষার্থীদের স্বাগতম জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে