পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ঢাকা-পাবনা মহাসড়কে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার(২ মে) গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এবার পাঁচ হাজার চারশো পনেরো জন শিক্ষার্থীর সিট পড়েছিলো। বিভিন্ন জেলা থেকে আগত এসব শিক্ষার্থীরা কেউ কেউ বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি নিয়ে এসেছে ভর্তি পরীক্ষায় অংশ নিতে। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং নিয়ে আসা যানবাহনের কারণে যাতে ঢাকা-পাবনা মহাসড়কে যানজটের সৃষ্টি না হয় এবং জনজীবনের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যালিকো কটন মিল সংলগ্ন মাঠে দুটি পৃথক পার্কিং জোনের ব্যবস্থা করে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ক্যালিকো মাঠে শতাধিক যানবাহন সুশৃংখলভাবে পার্কিং করে রাখা রয়েছে। বিগত বছরগুলোতে এমন বিশেষ ব্যবস্থা না থাকায় যেমন ভোগান্তি পোহাতে হতো এসব যানবাহনের ড্রাইভারদের তেমনি সাধারণ যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হতো। তাই এবার যানবাহন পার্কিংয়ের বিশেষ ব্যবস্থার জন্য এসব যানবাহনের ড্রাইভারেরাও ফেলছে স্বস্তির নিঃশ্বাস।
রাজশাহী থেকে আসা রমজান আলী নামের এক বাস ড্রাইভার বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আমাদের এই বাস ভাড়া করা হয়েছে। এর আগের বছরের ভর্তি পরীক্ষাতেও আমি এসেছিলাম কিন্তু সেবার এরকম ব্যবস্থা করা ছিল না। বিশেষ ব্যবস্থা না থাকায় যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখতে হয়েছিল আমাদের। যার ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। কিন্তু এবার গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা করায় গাড়ি পার্কিং নিয়ে আমাদের তেমন বেগ পোহাতে হয়নি। তাই আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাই।
একুশে সংবাদ// পাবিপ্রবি/ এ.জে
আপনার মতামত লিখুন :