ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতের আগমন উপলক্ষে কুয়াশা ও কবিতায় পিঠা পার্বন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’ ভিন্নধর্মী এ আয়োজন করে।
শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে এটি অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী, নাঈমা পারভীন নীলা, সম্পাদক গোলাম আজম শোভন, সহ-সভাপতি জান্নাতুল ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক আবদিম মুনিব, অনুষ্ঠান সম্পাদক দীপেন রায়, সাহিত্য সম্পাদক আব্দুল মাজেদ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পর্ণিনী সুম্মা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য তাসফিয়া সাফফাত, ফারহানা ইবাদ, নিরব বিশ্বাস ও সূচনা ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি হায়াতে জান্নাত বলেন, আবৃত্তি আবৃত্তি প্রতি বছরই নানা ধরনের আয়োজন করে থাকে। এবারো তেমন শীতকে বরন করে নেওয়ার জন্য শীতের পিঠার সাথে কবিতা দিয়ে আজকের এই পিঠা পার্বণের আয়োজন করা।
আবৃত্তি আবৃত্তির সকল সদস্য নিজেরা সারাদিন বিভিন্ন ধরনের দেশীয় পিঠা বানায়। বাঙ্গালী সংস্কৃতিকে নিজেদের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সামনে আরো এমন কাজ করে যাওয়ার ইচ্ছা আবৃত্তি আবৃত্তি পোষন করে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

