জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ। খেলায় ইতিহাস বিভাগের পক্ষে একমাত্র গোলটি করেন নাফিস।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম। পুরস্কার বিতরণকালে তিনি উভয় দলকে অভিনন্দন জানান এবং নির্বিঘ্নে প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মো: এমরান জাহান, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, অধ্যাপক লুৎফুল এলাহী, সহযোগী অধ্যাপক হোসনে আরা সহ প্রমুখ।
এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রায় কয়েকশত শিক্ষার্থী খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট এবছরের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার শুরু হয়।
একুশে সংবাদ/আ.র.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

