হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমান। মরহুমের প্রথম জানাযা গত বুধবার রাত নয়টায় ঢাকার ডেমরায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশগ্রহণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নাসির উদ্দিন মিঝি, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) ড. খলিলুর রহমান মাদানী ও সাবেক প্রিন্সিপাল ড. মুহাম্মাদ আবু ইউসুফ খান। জানাযায় ইমামতি করেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম আবু বকর সিদ্দীক।
পরে দ্বিতীয় জানাযা গতকাল যোহরের নামাজের পর তার নিজ গ্রাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উভয় জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, দুই জামাতা, আত্মীয়স্বজন, ছাত্র-গবেষক ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমান গত মঙ্গলবার দুপুরে গাজীপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছেন।
কর্ম জীবনে প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমান একই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, প্রক্টর, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন সহ নানাবিধ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলেরও সদস্য ছিলেন। তিনি একইসাথে দীর্ঘদিন ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ, টিকাটুলী জামে মসজিদ, রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদ, ও কুষ্টিয়া কলেজ মোড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। তিনি নানাবিধ শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি সর্বশেষ বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

