AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে”


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭:৩৯ পিএম, ২১ আগস্ট, ২০২৩

“মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে”

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেছেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।

 

তিনি বলেন, জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।

 

সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনায় তিনি একথা বলেন।

 

বঙ্গবন্ধু পরিষদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখা এ আয়োজন করে।

 

শোক সভায় বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

 

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার, জনাব এস. এম. এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম আক্তারুজ্জামান, পরিচালক অর্থ ও হিসাব মোছাব্বির মোহাম্মদ মুছা, উপ-রেজিস্ট্রার ড. মোঃ আবু হানিফা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মোঃ রফিক আল মামুন, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ জাকির হোসেন, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ জিয়াউর রহমান’সহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব মো: শামীম হোসেন খান। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক জনাব মো: জহিরুল ইসলাম। ১৫ই আগস্ট ও ২১ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

ইউজিসি ও ইআবির উদ্যোগে ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা এদিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে  ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সহযোগিতায় কমিশনের অডিটোরিয়ামে আজ “ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন, কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, আইএমসিটি বিভাগের পরিচালক ড. মো: সুলতান মাহমুদ ভূইয়া ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম।

 

“ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে  ভাইস চ্যান্সেলর বলেন, ইউজিসির তত্ত্বাবধানে আজকের এই আয়োজন মাদরাসা শিক্ষার অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে একই সাথে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের যেসকল কর্মকর্তারা পর্যায়ক্রমে এই প্রশিক্ষণে অংশ নিয়ে তাদের কর্মদক্ষতাকে সমৃদ্ধ করে নিচ্ছে এর মাধ্যমে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম তরান্বিত করতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর “স্মার্ট বাংলাদেশ” গড়ার স্বপ্ন বাস্তবায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সব সময় এগিয়ে থাকবে উল্লেখ করে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্তরকে প্রযুক্তিগত কাঠামোতে উন্নয়নে সবার সহযোগীতা চান মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

 

একুশে সংবাদ/ম.স.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!