AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ববিদ্যালয়ের সকল সংকটের দায় আমার কাধে নিচ্ছি -ববি উপাচার্য


বিশ্ববিদ্যালয়ের সকল সংকটের দায় আমার কাধে নিচ্ছি -ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.ছাদেকুল আরেফিন বিশ্ববিদ্যালয়ের  সকল সংকটের দায়ভার নিজের কাধে নিয়ে  বলেন, আমি আমার ব্যর্থতার দায় নিচ্ছি। 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৯টায় বঙ্গবন্ধু হলের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু হল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন৷

 

তিনি  আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ছিল৷ আমি যোগদানের পর থেকে তাদেরকে প্রকল্পটি সমাপ্তির জন্য বলি। কিন্তু তারা প্রকল্পটি শেষ করতে দীর্ঘ আট বছর লাগিয়েছে। ১ম প্রকল্পের কাজ সম্পন্ন করে এর রিপোর্ট ইউজিসিতে দিয়ে এরপর প্রকল্প আনতে হয়৷ কিন্তু তা সম্ভব হয় নি। এই কারনে আমাদের পরবর্তী অবকাঠামোগত কাজগুলো আনতে পারি নাই। আমি আমার ব্যর্থতার দায় নিচ্ছি। 

 

আরো বলেন,২০১৯ সাল থেকে করোনা এরপর  ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন তার উপর প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে জ্বালানি খাত থেকে কেটে নেওয়া। এসব বাস্তবতার আলোকে আমি আসলে পারি নি। আমি তোমাদের পাশে আছি। আমি আমার মেয়াদের শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকবো। 

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড.মোঃ মুহসিন উদ্দীন। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো আরিফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন ও রেজিস্ট্রার সুপ্রভাত হালদার , শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ ও হলের হাউজ টিউটরসহ হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

 

একুশে সংবাদ/স ক  


 

Link copied!