AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবির ষষ্ঠ সমাবর্তন: রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি



জাবির ষষ্ঠ সমাবর্তন: রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা ৩ দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক মো. নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, সমাবর্তন আয়োজনের ব্যাপারে আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। আগামী ২৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতিতেও আমরা অনেকটাই এগিয়ে আছি। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

 

শিক্ষার্থীদের সমস্যা বিবেচনা করে গৃহীত উদ্যোগ নেওয়ার ব্যাপারে রেজিস্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক শামীম কায়সার বলেন, আগামী ১৩ তারিখ পর্যন্ত পুরাতন প্রশাসনিক ভবনের নিচতলায় দুটি বুথে সরাসরি আবেদন করা যাবে।

 

উল্লেখ্য, প্রতিষ্ঠার দীর্ঘ ২৬ বছরে ১৯৯৭ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ে। এরপর ২০০১ সালে দ্বিতীয়, ২০০৬ সালে তৃতীয়, ২০১০ সালে চতুর্থ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ সমাবর্তন। সর্বশেষ পঞ্চম সমাবর্তনে অংশ নেওয়া ৯ হাজার গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী মূল সনদপত্র হাতে পান।

 

একুশে সংবাদ.কম/আ.র.প্র/জাহাঙ্গীর

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!