ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী হাসিবুর রহমান সাব্বিরকে বাঁচাতে প্রয়োজন প্রায় ৩০ (ত্রিশ) লক্ষ টাকা। আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা কলেজে অর্থ সংগ্রহের ক্যাম্পেইন করে সহপাঠীরা।
রবিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা কলেজের প্রশাসনিক ভবনের সামনে পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে।
ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের একজন মেধাবী শিক্ষার্থী সাব্বির। তার ব্রুনমেরু ট্রন্সপ্লানটেশন জন্য প্রায় ৩০(ত্রিশ) লক্ষ টাকার প্রয়োজন। বর্তমানে সে পিজি হসপিটালের ১৫ তলায় হেমাটোলজি বিভাগের বি ব্লকে ভর্তি আছে।
সাব্বিরের সহপাঠী মো. রাকিবুল ইসলাম সাব্বিরের সার্বিক পরিস্থিতি জানিয়ে বলেন, বর্তমানে সাব্বিরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসার জন্য এখন প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন। এখন কেমোথেরাপি চলছে, ডাক্তার বলেছেন আগামী দেড় মাসের মধ্যে সাব্বিরের সর্বশেষ চিকিৎসা ব্রুনমেরু ট্রন্সপ্লানটেশন না হলে তাকে হয়ত আর কখনো আমরা ফিরে পাব না। আমরা বিভিন্নভাবে টাকা সংগ্রহের চেষ্টা করছি কিন্তু যে পরিমাণ টাকা জোগাড় করতে পেরেছি তা নিতান্তই অপ্রতুল।
সাব্বির বরগুনা জেলার বেতাগী থানার মোহাম্মদ বশির আলমের ছেলে। তার বাবা একজন কৃষক।
ব্লাড ক্যান্সারের বিষয়টি নিশ্চিত করে সাব্বির বলেন, গত দ্বিতীয় রমজান থেকে প্রায় ছয় মাস আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে পিজি হসপিটালের ১৫ তলায় হেমাটোলজি বিভাগের বি ব্লকে ভর্তি আছি। আমার চিকিৎসার পিছনে পরিবার ধারকর্জ ও আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে ৬-৭ লক্ষ টাকা খরচ করেছেন। এই মূহুর্তে ব্রুনমেরু ট্রন্সপ্লানটেশন জন্য প্রায় ৩০(ত্রিশ) লক্ষ টাকার প্রয়োজন যা আমার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।
গ্রামের একটি পরিবেশ থেকে পড়াশোনা করে যখন ঢাকা কলেজে ভর্তি হয়েছি তখন বাবা-মা অনেক আাশা নিয়ে ঢাকা পাঠিয়েছেন যেন পড়াশোনা করে পরিবারের হাল ধরতে পারি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজকে আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। হয়ত কারো আর্থিক সহায়তা পেলে আমি হয়তো আবার স্বাভাবিক জীবন ফিরে পাব এবং পরিবার ও দেশের জন্য কিছু করতে পারব।
সাব্বিরকে অনুদান পাঠানোর ঠিকানা
যোগাযোগ; ০১৯৬৫৪৮৫২৯৭( বিকাশ /নগদ/রকেট)
একুশে সংবাদ/হু.ক/এসএপি/
আপনার মতামত লিখুন :