নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থী ও বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি বরাদ্দ থেকে ৩৮ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস এবং বালিকা বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয়রা জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা জীবন আরও সহজ করবে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

