নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১১৫০ পিস ইয়াবাসহ মো. রাজীব মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাজীব মিয়া উপজেলার পূর্ব দিঘীবরাব (স্বর্ণকারের বাড়ি) এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল যাত্রামুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন রাজীব মিয়াকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে ১১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজীব মিয়াকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মাদক নির্মূলে রূপগঞ্জ থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

