AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিনের শুরুতেই আক্ষেপে ফিরলেন জয় ও মুমিনুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৮ এএম, ১৩ নভেম্বর, ২০২৫

দিনের শুরুতেই আক্ষেপে ফিরলেন জয় ও মুমিনুল

তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য হতাশাজনকই বলা যায়। দিনের দ্বিতীয় ওভারেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে দল। অ্যান্ডি ম্যাকব্রাইনের করা ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠে—ব্যাটের কানায় লাগে বলটি, উইকেটরক্ষক লরকান টাকার দারুণ ক্যাচ নেন পেছনে।

জয় ফিরে যান ২৮৬ বলে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তার ব্যাটে ছিল ১৪টি চার ও চারটি ছক্কা। তার বিদায়ের সঙ্গে সঙ্গেই ভাঙে মুমিনুলের সঙ্গে গড়া ২৭২ বলে ১৭৩ রানের জুটি।

জয়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। ম্যাকব্রাইনের পরের ওভারের প্রথম বলেই অ্যান্ডি বালবির্নির হাতে ক্যাচ তুলে দেন তিনি। লাফিয়ে ওঠা ডেলিভারিতে ব্যাট ছোঁয়ানো মাত্র স্লিপে ধরা পড়ে যায় বলটি।

দারুণ ছন্দে থাকা মুমিনুলের ইনিংসটি শেষ হয় ১৩২ বলে ৮২ রানে। ইনিংসটি পাঁচটি চারে ও দুটি ছক্কায় সাজানো ছিল।

এই দুই সেট ব্যাটারের বিদায়ের পর ৮৯.৪ ওভারে ৩৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় দিনের সকালে চমৎকার শুরু করে আয়ারল্যান্ড বোলাররা, ফলে আগের দিনের প্রভাবশালী ব্যাটিংয়ের পর ব্যাকফুটে চলে যায় টাইগাররা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!