বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” উল্লেখ করে ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
গত ১০ নভেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে কনফারেন্সের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় সংবাদকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করেন।
বিসিবির পক্ষ থেকে এর আগেই (৯ নভেম্বর) গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হলেও, নির্ধারিত সময় বিকেল ৪টায় প্রবেশের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ হন উপস্থিত সাংবাদিকরা। পরে ৪টা ৪০ মিনিটে প্রবেশের আহ্বান জানানো হলেও তারা বর্জনের সিদ্ধান্তে অনড় থাকেন।
ঘটনার দুই দিন পর মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি বলেন, “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমন্ত্রণ জানানো সত্ত্বেও সাংবাদিকদের যথাযথ সম্মান দেখানো হয়নি, এটা আমাদের বড় ভুল। আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
তিনি আরও বলেন, “যে বিভাগের ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যম আমাদের অন্যতম বড় অংশীদার, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।”
উল্লেখ্য, ওই দিন সংবাদ সম্মেলনে পরিস্থিতি সামাল দিতে বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও, তারা প্রটোকল লঙ্ঘন ও ব্যাখ্যার অভাবের কারণে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসেননি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

