সিলেট টেস্টে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে গুটিয়ে দিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ব্যাট হাতে আগ্রাসী ভঙ্গিতে খেলছেন। দুজনেই হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলীয় রান একশর ঘর পার করেছেন।
২০.৪ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় টাইগারদের ইনিংস। সাদমান ৪৯ বলে ৭ চার ও ১ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি পূর্ণ করেন। অন্যপ্রান্তে জয় ৭২ বলে ৭ চার ও ১ ছক্কায় অর্ধশতক তুলে নেন, যা তার পঞ্চম টেস্ট হাফসেঞ্চুরি।
ওপেনিং জুটিতে দৃঢ়তা ও আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায় শুরু থেকেই। সাদমান দ্রুত রান তুললেও জয় ছিলেন তুলনামূলক ধীরস্থির। ফলে আয়ারল্যান্ডের বোলারদের ওপর চাপ তৈরি হয়। বোলাররা গড়ে ৪.৩-এর বেশি হারে রান দিয়ে যাচ্ছেন।
২৪ ওভার শেষে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ১০৯ রানে পৌঁছেছে।
এর আগে, দিনের শুরুতে মাত্র ১৫ মিনিটে আয়ারল্যান্ডের শেষ দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। পল স্টারলিং (৬০), কেড কারমাইকেল (৫৯), কার্টিস ক্যাম্ফার (৪৪) ও লরকান টাকার (৪১)-এর ব্যাটে ভর করেই সফরকারীরা ২৮৬ রানে থেমে যায়। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট, আর তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ পান ২টি করে উইকেট। নাহিদ রানা শিকার করেন ১ উইকেট।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

