মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও গ্রামের ফ্রান্স প্রবাসী আব্দুল লতিফের বাড়িতে এই চুরি ঘটে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মালামাল হারিয়েছে ভুক্তভোগীর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ সম্প্রতি ফ্রান্স থেকে পরিবারের জন্য মূল্যবান মালামাল পাঠান। ঘটনার দিন তার স্ত্রী স্বামীর পাঠানো মালামাল ঘরে রেখে বসতঘর তালাবদ্ধ করে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান। ডাক্তার দেখানোর পর তিনি সরাসরি পিতৃভূমিতে চলে যান।
এদিকে ফাঁকা বাড়ি পেয়ে অজ্ঞাত চোরেরা ঘরের তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার, একটি অ্যাপল ল্যাপটপ, আইফোন, আইপ্যাড, আইপিএস এবং লাগেজ ভর্তি কসমেটিকসসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন সকালে আব্দুল লতিফের স্ত্রী বাড়িতে ফিরে দেখেন যে চুরি হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্তের চেষ্টা চলছে বলে সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

