AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোয় দুইজন আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৬:১০ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোয় দুইজন আটক

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার বানানোয় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু মল্লিক ও প্রিন্টিং প্রতিষ্ঠান মালিক নাহিদ ইসলাম। তাদেরকে বুধবার রাত ১১টার দিকে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত আই.এন.বি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠানে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ব্যানার তৈরি করে বিক্ষোভের আড়ালে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। আটককৃতদের দাবি অনুযায়ী, যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের পক্ষ থেকে এসব ব্যানার বানানো হচ্ছিল।

স্থানীয় সূত্র জানায়, কোতোয়ালি থানার ইনচার্জ কাজী বাবুলের নেতৃত্বে ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের একাধিক টিম ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় দেখা যায়, কয়েকটি ব্যানার তৈরি করা হয়েছে। ব্যানারে লেখা ছিল, “শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর” এবং “অবৈধ আইসিটি আইন বন্ধ কর।” বিক্ষোভ মিছিলের সার্বিক সহযোগিতার ঘরে লেখা ছিল আনোয়ার হোসেন বিপুলের নাম।

স্থানীয়রা আরও জানিয়েছেন, পুলিশি জিজ্ঞাসাবাদে দেবু মল্লিক ব্যানার করতে এসেছেন বলে স্বীকার করেন। নাহিদ ইসলামও ব্যানার তৈরির বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ব্যানার জব্দ করে ব্যবহৃত কম্পিউটারের হার্ডডিস্ক বিশ্লেষণ করে। এতে উঠে আসে, এর আগেও একাধিক প্রোগ্রামের ব্যানার সেখানে তৈরির প্রমাণ। প্রায় এক ঘণ্টা অভিযান শেষে তাদের দুইজনকে আটক করে থানায় নেয়া হয়।

অভিযানে থাকা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনুসারীরা ব্যানার তৈরি করে নাশকতার পরিকল্পনা করছিল। তাই তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!