AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ আগামীকাল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৩ পিএম, ২৭ অক্টোবর, ২০২৫

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ আগামীকাল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রধান উপদেষ্টা বৈঠকে কমিশনের সব নথি, চিঠিপত্র, ছবি, ভিডিও ও আলোচনার রেকর্ড সংরক্ষণের নির্দেশ দেন। তিনি বলেন, “এগুলো জাতির অমূল্য সম্পদ—যে প্রেক্ষাপটে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত ও সংরক্ষিত থাকা জরুরি। এই দলিলগুলোই ভবিষ্যতের রাজনৈতিক গবেষণা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।”

বৈঠকে রাজনৈতিক দল, কমিশনের সদস্য, গবেষক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা।

কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য কাজ করেছে। রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব ছিল বিচার, সংস্কার ও নির্বাচন। আমরা সেই কাঠামোগত সংস্কারের রূপরেখা তৈরি করেছি। রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট ছিল, যা এই প্রক্রিয়াকে সফল করেছে।”

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের নিবিষ্টতা ও সাহসিকতা প্রয়োজন। গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন হতে হবে কাঙ্ক্ষিত সংস্কারে।”

বিচারপতি এমদাদুল হক বলেন, “গণঅভ্যুত্থানের সময়ের রাজনৈতিক ঐক্য কমিশনের বৈঠকগুলোতেও প্রতিফলিত হয়েছে—এটি বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা।”

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ বলেন, “প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলো এত ধৈর্য ও সৌহার্দ্যের সঙ্গে আলোচনায় বসেছে—এ ঐতিহ্য ভবিষ্যতেও বজায় থাকা উচিত।”

দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন সংস্কারেও সরকারের দৃঢ় পদক্ষেপ এখন সময়ের দাবি।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান, “শহীদ পরিবারগুলো একবাক্যে বলেছেন—সংস্কার নিশ্চিত না হলে তাদের সন্তানের আত্মত্যাগ বৃথা যাবে। এই কমিশনের মূল ভিত্তি তারাই।”

কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ৩১ অক্টোবর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!