AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫১ পিএম, ২৭ অক্টোবর, ২০২৫

ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে ১ নভেম্বর পর্যন্ত সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদফতর জানায়, মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়ে বুধবার থেকে এর মাত্রা বাড়বে।

আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর মূল আঘাত পড়বে অন্ধ্রপ্রদেশে, তবে এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।”

তিনি আরও বলেন, “বুধবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে দুর্বল হয়ে পড়লে এর বিস্তৃত প্রভাব বাংলাদেশে পড়বে। তখন দেশজুড়ে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!