AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুলাউড়ায় ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ১৪ আসামি গ্রেফতার



কুলাউড়ায় ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ ১৪ আসামি গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া থানার বিশেষ অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ ১ জন, নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও ১১ জনসহ মোট ১৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে রজব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫ হাজার শলাকা বিড়িসহ গ্রেফতার করা হয়।

এছাড়া অন্য এক অভিযানে দুটি পৃথক মামলায় (জিআর–২০২/২১ ও জিআর–৪৮/২০) এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিপাউর রহমান শিপনকে গ্রেফতার করা হয়।

এর পাশাপাশি নিয়মিত মামলা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন— খোদেজা বেগম (সিআর–১৩০/২০২৫, কুলা), সাইফুর রহমান (সিআর–১৩০/২০২৫, কুলা), আলতাবুর রহমান (সিআর–১৩০/২০২৫, কুলা), রিপন উদ্দিন (বিদ্যুৎ সিআর–৫৯৬/২৪), ফয়জুর রহমান (বিদ্যুৎ সিআর–৩৯৪/২৪), হরিবল রিকমন (নারী ও শিশু ১৪৭/২৫), ছিদ্দিকুর রহমান (বিদ্যুৎ সিআর–৪২০/২৩), রাজা মিয়া (বিদ্যুৎ সিআর–৪১৩/২৫), ময়ুর আহমদ (বিদ্যুৎ সিআর–১১৮৬/২২), আলাল মিয়া (সিআর–৪১৩/২৩, কুলা), শ্রাবন আহমেদ (থানা মামলা নং–২৪(১০)২৫) ও মো. কয়ছর খান (থানা মামলা নং–১৬(১০)২৫)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!