AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দিলো পুলিশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১১ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখে পদযাত্রা শাহবাগে আটকে দিলো পুলিশ

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি ও বিশেষ নিয়োগসহ পাঁচ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করা প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে তারা এ কর্মসূচি শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন জানান, তারা শান্তিপূর্ণভাবে যাত্রা করছিলেন, কিন্তু পুলিশ বাধা দিয়েছে। “আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে,” বলেন তিনি।

এ সময় সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেন উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে গত পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে তারা থালা–বাটি নিয়ে ‘ভুখা মিছিল’ করেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পাঁচ দফা দাবি:

১.প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা।
২.প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণ।
৩.জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক নির্বাচনে স্বাধীনতা প্রদান।
৪.সমাজসেবা অধিদফতরের অধীন ব্রেইলভিত্তিক শিক্ষাকার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগ।
৫. প্রতিবন্ধী প্রার্থীদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৭ বছরে উন্নীতকরণ (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ হলে)।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!