AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বহিষ্কারাদেশ প্রত্যাহারে ভালুকায় আনন্দের জোয়ার: দলে পুনর্বহাল ফখর উদ্দিন আহমেদ বাচ্চু


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৬:২০ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

বহিষ্কারাদেশ প্রত্যাহারে ভালুকায় আনন্দের জোয়ার: দলে পুনর্বহাল ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্প্রতি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ লাভ করেছেন এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও তৃণমূলের ঐক্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, "ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পুনর্বহালের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।"

ভালুকা উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, "বাচ্চু সাহেবের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেতার দলে ফেরা সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করবে এবং তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।"

দলীয় পর্যবেক্ষকরা মনে করছেন, "আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ভালুকা উপজেলা বিএনপি আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে পারবে এই পুনর্বহাল সিদ্ধান্তের ফলে।"

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!