ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর বিএনপি`র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এম এ ওয়াদুদ ও সদস্য সচিব জাকির হোসেন সহ আরো ১৩ জনকে সদস্য করে মোট ১৫ জনের কমিটির ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ জুলাই)সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফরিদপুর জেলা বিএনপি`র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত কমিটি ছড়িয়ে পড়ে।
এই কমিটি নিয়ে ভাঙ্গায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
একটি পক্ষ স্বাগত জানিয়েছেন। আরেকটি কক্ষ পকেট কমিটি ও আওয়ামী লীগের লোকদের নিয়ে হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছেন।
নবাগত আহবায়ক এম এ ওয়াদুদ তার প্রতিক্রিয়ায় জানান, সারাটি জীবন ত্যাগ স্বীকার করেছি দলের জন্য, শেষ বয়সে দল আমাকে মূল্যায়ন করেছে,দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে সাবেক যুবদলের সভাপতি শহিদুল ইসলাম বিট্টু এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
অন্যদিকে আরেকটি গ্রুপের পৌর বিএনপি নেতা, মোঃ আলম মুন্সি এ কমিটি পকেট কমিটি ও আওয়ামী লীগের কর্মীদের নিয়ে কমিটি করা হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, বিগত ১৭টি বছর জুলুম নির্যাতন সহ্য করে এ পর্যায়ে এসেছি, আমাদের কোন নেতাকর্মী এই কমিটিতে স্থান দেওয়া হয়নি, আমরা এ কমিটি মানি না।
অনেক নেতাকর্মী বলেন, সদস্য সচিব কে কেউ চিনেই না, একাধিকরা আওয়ামী লীগের সমর্থক রয়েছে।
এ দিকে ভাঙ্গা উপজেলা বিএনপি`র সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক ফজলে সোবাহান শামীম সদস্য সচিব জাকির হোসেনের বিষয়ে বলেন, তিনি পৌর বিএনপি সাবেক কমিটিতে ছিলেন না সম্ভবত তার আগের কমিটির যুগ্ম সম্পাদক থাকতে পারে, তবে এই ১৭ বছর তাকে বিএনপির কোন মিটিং মিছিলে দেখি নাই।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে