ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পারিবারিক কবরস্থান থেকে মৃতব্যক্তির কংকাল চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে তাঁরা কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, বুধবার সকালে পরিবারের লোকজন কবরটি খুঁড়া অবস্থায় দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের সদস্যরা জানান, রাতে কবরের পাশের রাস্তায়
অজ্ঞাত দুই ব্যাক্তিকে ঘুরাঘুরি করতে দেখেছেন। তবে তাদের আচরণ সন্দেহজনক মনে না হওয়ায় তারা গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এমন ঘটনায় তারা মনে করছেন রাতের দুই ব্যাক্তিই এমন ঘটনা ঘটাতে পারে।
এলাকাবাসীর অনেকে বিষয়টিকে কুসংস্কার, জাদুবিদ্যা কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবেও দেখছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এমন একটি মানবিক ও ধর্মীয় অনুভূতির জায়গায় ঘটনার যথাযথ তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে