বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাগেরহাট-৩ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, “বিএনপি জনগণের দল, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। সে লক্ষ্যে ২০২৩ সালের জুলাই মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব ঘোষণা করেছিলেন। সেসব প্রস্তাব আমরা মোরেলগঞ্জ-শরনখোলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট মাথায় রেখেই বিএনপি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করছে।”
রোববার (২১ সেপ্টেম্বর) মোরেলগঞ্জের জিউধারা ইউনিয়ন ও নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপি নেতা আরও বলেন, “১৭ বছর ধরে বিএনপি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। বিভিন্ন ধর্মভিত্তিক দল নির্বাচন ভণ্ডুল করার প্রায়শই চেষ্টা চালাচ্ছে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। রাস্তায় তারা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ওসব দলের উদ্দেশ্য সফল হবে না। আশা করি তাদের শুভবুদ্ধি উদয় হবে।”
এ সময় মোরেলগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে