ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে নামার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। ইতোমধ্যে হার্টে রিং পরানো হয়েছে এই ক্রিকেটারের। শঙ্কা কাটিয়ে এখন কথা বলছেন তামিম। জীবন যুদ্ধে জয়ী হয়ে এসে এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিলেন টাইগাদের সাবেক এই অধিনায়ক।
গতকাল (২৪ মার্চ) অসুস্থ হওয়ার পর থেকে তার বিষয়ে বিভিন্ন উৎস থেকে খবর পাওয়া গেলেও, এবার নিজেই কথা বললেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার (২৫ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সংকটাপন্ন সময়ে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি। দোয়া চেয়েছেন পরিবার ও নিজের জন্য।
তামিম লেখেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যেকোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে— এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’
‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’

গতকাল ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। শরীরে অস্বস্তি অনুভব করার পর দ্রুতই তাকে সাভারের কেপিজি হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন, তার হার্টে ব্লক ধরা পড়েছে এবং তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়।
এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন তামিম। তবে, তার স্বাস্থ্যের আরও উন্নতির জন্য আগামী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তামিম এখন অনেকটা সুস্থ হলেও এখনই অন্য হাসপাতালে তাকে না নেয়ার পরামর্শ দিয়েছেন কেপিজি হাসপাতালের চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানিয়েছে, মাঠে ফিরতে অন্তত আরও ৩ মাস সময় লাগতে পারে তামিমের।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

