AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফাইনালের পর অধিনায়কত্ব নিয়ে রোহিতের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৩৩ পিএম, ৮ মার্চ, ২০২৫

ফাইনালের পর অধিনায়কত্ব নিয়ে রোহিতের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক

রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটি হতে পারে রোহিত শর্মার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য নতুন অধিনায়ক খোঁজার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পরই রোহিত শর্মাকে টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোর বিষয়ে আলোচনা হতে পারে। অস্ট্রেলিয়া সফরের পর বোর্ডের প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগারকারের সঙ্গে রোহিতের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতীয় ক্রিকেট দলের নতুন রোডম্যাপ নিয়ে আলোচনা হয়।  

বিসিসিআই সূত্রে জানা গেছে, রোহিত এখনও বিশ্বাস করেন যে তার ক্রিকেট ক্যারিয়ারের বেশ কিছু বছর বাকি আছে। তবে, বোর্ড তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া চাইবে। রোহিতের অবসর নেয়া বা অধিনায়কত্ব অব্যাহত রাখার বিষয়টি তার নিজের সিদ্ধান্ত। বোর্ড জানিয়ে দিয়েছে, দলের জন্য একজন স্থায়ী অধিনায়ক প্রয়োজন। আর রোহিত এটি ভালোভাবেই বুঝছেন।

এছাড়া, গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, রোহিতের নেতৃত্বে ভারতের ক্রিকেট সাফল্য অব্যাহত রয়েছে, যা বোর্ডের জন্য ইতিবাচক। চ্যাম্পিয়নস ট্রফির পর বোর্ড তার সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!