হতাশজনক পারফরম্যান্সের পরে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেটাররা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মহম্মদ রিজওয়ানদের। একটি ম্যাচেও জিততে পারেননি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারে পাকিস্তান। ফলস্বরূপ এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। আর বাংলাদেশের বিপক্ষে বৃষ্টির জন্য হারের আশঙ্কা থেকে মুক্তি পেয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা কাটিয়ে এবার নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এই সফরের জন্য দলে একাধিক পরিবর্তন করেছে পিসিবি। দল থেকে বাদ দেওয়া হয়েছে মহম্মদ রিজওয়ান, বাবর আজমদের। ছেলের বাদ পড়ার খবর পেতেই ক্ষোভ প্রকাশ করেন বাবরের বাবা আজম সিদ্দিকি। একহাত নেন ছেলের সমালোচকদের। তিনি আশাবাদী, বাবর টি-টোয়েন্টি দলে ঠিক প্রত্যাবর্তন করবেন।
বাবরের বাবা বলেন, ‘বস সবসময় ঠিক। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের সদস্য হওয়ার পর ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ও ন্যাশনাল টি-টোয়েন্টি এবং পিএসএলে পারফর্ম করে দলে ফিরে আসবে ঠিক। যারা ওকে নিয়ে কথা বলছে, সবাই শ্রদ্ধেয় ক্রিকেটার। তাদের ভাষা চয়ন নিয়ে সতর্ক থাকা উচিত। যদি কেউ পাল্টা উত্তর দেয়, সেটা তখন বরদাস্ত পারবেন তো! আপনারা প্রাক্তন হয়ে গিয়েছেন, জাতীয় দলের জন্য দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘তিনিই (বাবা) তার প্রথম ও শেষ কোচ, মুখপাত্র, মেন্টর এবং বিশ্বের সবথেকে বড় শুভাকাঙ্খী ও বাবা। তাই যাদের সামর্থ্য নেই তারা ধৈর্য ধরুন। যেই সব ক্রিকেটপ্রেমীরা দিনরাত চিৎকার করে চলেছেন, তাদের কাছেও একই অনুরোধ রইল। প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের সময় কী করেছেন, তা শোনার আগে একবার পিসিবি ওয়েবসাইট দেখুন। বাকি জ্ঞানীদের জন্য একটি ইঙ্গিতই যথেষ্ট। পাকিস্তান জিন্দাবাদ।’
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক পারফরম্যান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নেমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। সেখানে ৬০ রানে পরাজিত হয় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতের। সেখানেই ছয় উইকেটে হার হয়। শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ছিল। বৃষ্টিতে ভেস্তে যায় সেটিও। ফলে তিন ম্যাচ থেকে এক পয়েন্ট পায় পাকিস্তান। এতেই বেজায় চটেছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। তীব্র সমালোচনা করেছেন নিজের দেশের খেলোয়াড়দের।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :