AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে না: ডি ভিলিয়ার্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে না: ডি ভিলিয়ার্স

চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই মাঠে নামতে চায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে লক্ষ্যে দুবাইতে অনুশীলনে ঘাম ঝড়িয়ে নিচ্ছেন শেষ সময়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতদূর যেতে পারবে টাইগাররা।

যেখানে শান্তর স্বপ্ন একটি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।আর সেখানে ভিন্ন কথা বলছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটকিপার ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। এবি ডির মতে সেমিফাইনালে যেতে পারবে না বাংলাদেশ। নিজের ইউটিউব চ্যানেলে ‘কে ফেভারিট’ শিরোনামে আসন্ন এই টুর্নামেন্টে দলগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় একথা বলেন ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্স বলেন, বাংলাদেশ ভালো দল, তবে আমি মনে করি না তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। আমার কথায় হয়তো বাংলাদেশি সমর্থকরা কষ্ট পেতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হলেও চ্যাম্পিয়নস ট্রফি জেতার মতো শক্তিশালী নয়।

তবে বাংলাদেশকে একেবারেই হিসেবের বাইরে রাখেননি সাবেক এই প্রোটিয়া। তার মতে বড় কোনো দলকে হারিয়ে টুর্নামেন্টে অঘটন ঘটানোর সামর্থ্য আছে বাংলাদেশের।

মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রি বলেন, শান্ত দারুণ ধারাবাহিক ব্যাটার এবং সামনে থেকে নেতৃত্ব দেয়ার সামর্থ্য রাখে। দলে মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞরাও আছে। সেই সাথে তাসকিন চমৎকার পেসার, আর অলরাউন্ডার হিসেবে মিরাজও পারফেক্ট। তাদের পক্ষে বড় কোনো দলকে হারানো সম্ভব।

এদিকে, বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানকেও জায়ান্ট কিলার ভাবছেন ডি ভিলিয়ার্স। মিস্টার ৩৬০ ডিগ্রির মতে এই দুই দলের মধ্যে যেকোনো একটি যদি সেমির মঞ্চে যায় তবে তা ক্রিকেটের জন্যই ভালো।  

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!