দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে টুর্নামেন্টটিকে। তাই বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া ক্রিকেটের মাঝে বিপিএলের পর কেবল এই ডিপিএলেই সময় দিয়ে থাকেন। যে কারণে ডিপিএল ভক্তদের কাছে সবসময়ই বাড়তি উন্মাদনার কাজ করে।
গত কয়েক বছর ধরে ডিপিএলের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে বিসিবির ইউটিউব চ্যানেল। তবে এবার আসন্ন ডিপিএল সরাসরি টিভিতে দেখা যাবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। যে কারণে মাঠের আম্পায়ারদের স্বস্তি হতে পারে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু।
চলতি আসরে সর্বমোট ২৭টি ম্যাচ সম্প্রচারিত হবে টি-স্পোর্টসে। এছাড়া সব মিলিয়ে ৮৩ ম্যাচ দেখানো হবে টি-স্পোর্টসের ডিজিটাল প্লাটফর্মে। ডিপিএলের আসর বিবেচনায় যা বেশ বড় এক সংযোজন।
সদ্য সমাপ্ত বিপিএলের পর পরই ডিপিএল আসর নিয়ে ক্লাব আর ক্রিকেটারদের মাঝে ব্যস্ততা পুরোদমে শুরু হয়ে গিয়েছে। প্রায় সব দলই নিজেদের অনেকটা গুছিয়ে এনেছে। চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আসরের দলবদল। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ৩ তারিখ থেকে মাঠে গড়াবে এবারের ডিপিএলের খেলা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :